এবার s.s.c পরীক্ষা আবার পেছালো।

আবার অনিবার্য কারণে’ ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুঠিতব্য চলতি মাধ্যমিক স্কুল S.S.C(এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।টংগীতে বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়টি আমাদের জানিয়েছেন  ।
এ বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডএর চেয়ারম্যান ও   পরীক্ষা নিয়ন্ত্রক  বলেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। 
চলতি বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে চার দিন হবে। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে ইজতেমা মাঠের দখল নিয়ে ২ পক্ষের মারামারির জন্য বিশ্ব ইজতেমা পিছানো হয়। 

No comments:

Post a Comment